বাংলা গান বিশেষ করে পুরনো দিনের গান খুজে পেতে ইউটিউব এর জুরি নেই। কিন্তু
ঝামেলা হয় ডাউনলোড করা নিয়ে । আমরা সাধারনত সেগুলো .flv ফরমেট এ । কিন্তু
যদি সেটা সরাসরি .mp3 ফরম্যাট এ ডাউনলোড করা যায় তবে কেমন হয় বলুন তো?
- প্রথমে ইউটিউব অথবা ইউটিউব প্রক্সি দিয়ে ইউটিউব এ ঢুকুন। গান সিলেক্ট করুন। URL টা কপি করুন। যদি প্রক্সি দিয়ে ঢুকে থাকেন তবে নিচের মত চেষ্টা করুন।
- যদি পুরো লিঙ্ক টা এমন হয় – https://youtubeproxy.org/default.aspx?prx=https://www.youtube.com/watch?v=HMpjx4nefOI
- তাহলে কপি করবেন এই টুকু – https://www.youtube.com/watch?v=HMpjx4nefOI ।
- এখন এই অ্যাড্রেস এ যান – http://www.youtube-mp3.org ।
- এখানে ফাঁকা ঘরে আপনার কপি করা অ্যাড্রেস টা পেস্ট করে ডাউনলোড চাপ দিন ।
- দেখুন ডাউনলোড লিঙ্ক এসেছে।
- ব্যাস এভাবেই ইচ্ছা মত গান mp3 ফরম্যাট এ ডাউনলোড করতে থাকুন।