Windows 8 এর এর অন্যত্তম একটি ফিচার
হচ্ছে স্টাট মেনু । আর এই স্টাট মেনুর ডিজাইন কয়েকটা ডিফল্ট পিকচার দিয়ে
চেঞ্জ করার অপশন আছে ! যদিও লক মেনু কিংবা একাউন্ট পিকচারে এ যে কোন ছবি
দেওয়া জায় কিন্তু স্টাট মেনুর এই রকম অপশন দেয়নাই :/ স্টাট মেনুতে যে
কোন ছবি দেওয়ার একটি সফটের কথা আমরা সবাই জানি তা হচ্ছে Décor 8 । এই সফট
এর সাহায্যে যে কোন ছবি দেওয়া জায় স্টাট মেনুতে ! কিন্তু এই সফটটি ফ্রি
নয় !! L যাদের টাকা আছে তারা এই লিংক থেকে
কিনে ইউজ করেন ! এমন কি Décor 8 এর কোন সিরিয়াল বা কিজেন ও নেটে নাই !!
:’( ত যাই হোক আজ যে সফট শেয়ার করব তাদিয়েও আপনি সহজেই স্টাট মেনুতে যে
কোন পিকচার দিতে পারবেন ! :D আর সবচেয়ে বড় কথা হল সফট টা ফ্রি !!! :D এবং
পোর্টেবল এবং সাইজ ও মাত্র ৩.৫ MB ! :D সফটির নাম Modern UI
StartScreenঅনেকেই জানেন আবার অনেকেই সফটটির কথা জানেন না !
আসুন দেখি কিভাবে ইউজ করবেন !
১. প্রথমে সফট ওপেন করে তীর চিহ্নিত জায়গায় কিল্ক দিলে স্টাট মেনু ওপেন হবে তারপরে ডেক্সটপ এ পুনরায় ফিরে এসে Load Picture থেকে পচ্ছন্দমত ছবি সিলেক্ট করে নিন !
২. এরপর Save করলেই কাজ শেষ !! :D :D
৩. আপনি চাইলে ছবির যে কোন নির্দিষ্ট অংশ ও ছিলেক্ট করে স্টাট মেনুতে দিতে পারেন :D
৪. Start Screen Opacity (255) এবং Tiles Opacity (OFF) সিলেক্ট করে রাখেন :D
চেঞ্জ করার পরে ;) ;) ;)
Windows 8 কে করুন আরো বৈচিত্রময় আর উপভোগ করুন জানালা দিয়ে আসা আলো বাতাস :D :P
আসুন দেখি কিভাবে ইউজ করবেন !
১. প্রথমে সফট ওপেন করে তীর চিহ্নিত জায়গায় কিল্ক দিলে স্টাট মেনু ওপেন হবে তারপরে ডেক্সটপ এ পুনরায় ফিরে এসে Load Picture থেকে পচ্ছন্দমত ছবি সিলেক্ট করে নিন !
২. এরপর Save করলেই কাজ শেষ !! :D :D
৩. আপনি চাইলে ছবির যে কোন নির্দিষ্ট অংশ ও ছিলেক্ট করে স্টাট মেনুতে দিতে পারেন :D
৪. Start Screen Opacity (255) এবং Tiles Opacity (OFF) সিলেক্ট করে রাখেন :D
চেঞ্জ করার পরে ;) ;) ;)
Windows 8 কে করুন আরো বৈচিত্রময় আর উপভোগ করুন জানালা দিয়ে আসা আলো বাতাস :D :P
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন