বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!!


আমরা অনেক সিসি ক্যামেরা দেখেছি। বিশেষ করে ইংরেজি সিনেমায় প্রচুর দেখেছি। ডাই হার্ড-৪ বা দ্যা টুর্নামেন্ট মুভি যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন সিসি ক্যামেরা হ্যাক করে কতটা ভয়ংকর কর্মকাণ্ড করা যায়। বিশ্বের অনেক জায়গায় সিসি ক্যামেরার অবাধ ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও হয় কিন্তু খুব বেশি না।
যাই হোক কেমন হয় যদি মুভির ঐ হ্যাকারদের মতো আপনিও সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণ করেন? খুব মজা হওয়ার কথা তাই না? ক্যামেরা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করাতে পারছেন। ইচ্ছা করলে জুম করতে পারছেন। আরো কত কি! একবার তো আমি একটা মার্কেটের ক্যামেরায় একটা জিনিস চুরি হতে দেখেছিলাম।
কি কি লাগবে হ্যাক করতে? তেমন কিছুই না। শুধু একটু ভাল নেট স্পিড হলেই হবে। কারণ সিসি ক্যামেরা স্কিন আপনার ব্রাউজারে লোড হতে হবে। তাহলে চলুন শুরু করি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ।
সিসি ক্যামেরা যেভাবে নিয়ন্ত্রণ করবেন:
প্রথমে যান গুগলে। http://www.google.com
তারপর নিচে দেয়া কোডগুলো থেকে যে কোন একটা কোড গুগলে সার্চ করুন।