নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। ‘সিস্টেম পিউরিফিকেশন টুল’
নামের সফটওয়্যারের সাহায্যে এক ক্লিকেই অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন।
মাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে
ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি bit.ly/QRxvhQ ঠিকানা থেকে নামিয়ে নিন।
এরপর জিপ ফাইলটি ওপেন করুন। এখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all
বক্সে টিক চিহ্ন দিন। এরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল
মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে তার তালিকা দেখা যাবে
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
টিপস-ফায়ারফক্সে অ্যাড-অনস
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারনে আমরা
হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরাতন ব্রাউজারের
কিছু কিছু অ্যাড-অনস নিস্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি
অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন
ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে অ্যাড-অনসটি
https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter
ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স পুনরায় চালু
(রিস্টার্ট) করুন। এখন হালনাগাদ করা ফায়ারফক্সে পুরাতন ব্রাউজারের যেকোন
অ্যাড-অনস ব্যবহার করা যাবে।
মাদারবোর্ডের ড্রাইভার পাবেন যেখানে
কম্পিউটারে নতুন সেটআপ দেওয়ার প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করার জন্য
মাদারবোর্ডের সিডি ইনস্টল দিতে হয়। মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে সমস্যায়
পড়ে যান অনেকেই। এক্ষেত্রে ইচ্ছে করলে ইন্টারনেট থেকে আপনার মাদারবোর্ডের
সঙ্গে মানানসই ড্রাইভার নামিয়ে নিতে পারেন। আপনার মাদারবোর্ডের জন্য
প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো থেকে:
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
http://www.driversdown.com
http://www.soft32.com
http://www.driverfiles.net
http://www.driverskit.com
http://www.nodevice.com
http://www.techspot.com/drivers
http://www.downloadatoz.com/driver
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
http://www.driversdown.com
http://www.soft32.com
http://www.driverfiles.net
http://www.driverskit.com
http://www.nodevice.com
http://www.techspot.com/drivers
http://www.downloadatoz.com/driver
নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!!
আমরা অনেক সিসি ক্যামেরা দেখেছি। বিশেষ করে ইংরেজি সিনেমায় প্রচুর দেখেছি। ডাই হার্ড-৪ বা দ্যা টুর্নামেন্ট মুভি যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন সিসি ক্যামেরা হ্যাক করে কতটা ভয়ংকর কর্মকাণ্ড করা যায়। বিশ্বের অনেক জায়গায় সিসি ক্যামেরার অবাধ ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও হয় কিন্তু খুব বেশি না।
যাই হোক কেমন হয় যদি মুভির ঐ হ্যাকারদের মতো আপনিও সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণ করেন? খুব মজা হওয়ার কথা তাই না? ক্যামেরা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করাতে পারছেন। ইচ্ছা করলে জুম করতে পারছেন। আরো কত কি! একবার তো আমি একটা মার্কেটের ক্যামেরায় একটা জিনিস চুরি হতে দেখেছিলাম।
কি কি লাগবে হ্যাক করতে? তেমন কিছুই না। শুধু একটু ভাল নেট স্পিড হলেই হবে। কারণ সিসি ক্যামেরা স্কিন আপনার ব্রাউজারে লোড হতে হবে। তাহলে চলুন শুরু করি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ।
সিসি ক্যামেরা যেভাবে নিয়ন্ত্রণ করবেন:
প্রথমে যান গুগলে। http://www.google.com
তারপর নিচে দেয়া কোডগুলো থেকে যে কোন একটা কোড গুগলে সার্চ করুন।
Upload ছাড়াই File share & Download করুন পৃথিবীর সবচেয়ে ইজি way তে
আসুন কিভাবে করবেন, তা দেখে নেই> প্রথমে এই http://www.justbeamit.com/ এ যান
দেখুন তো একটা ছাতা দেখতে পান কিনা ? ঠিক ছাতা তার গোরায় ক্লিক করেন।
কম্পিউটার থেকে একটা ফাইল ধরে নিয়ে আসুন, আপনাকে একটা লিঙ্ক দিবে শেয়ার করার জন্য। অই লিঙ্ক তা কপি করুন, যাকে আপনি ফাইল তা দিবেন টাকে লিঙ্ক তা সেন্ট করুন/ খেয়াল রাখবেন, আপনার বন্ধু ফাইল তা পেয়ে গেলে আপনার এখানে successful লিখাটা আসবে।
এবার আপনি অই পেজে না থাকলে ও চলবে। ব্যাস কেল্লা খাতাম
দেখুন তো একটা ছাতা দেখতে পান কিনা ? ঠিক ছাতা তার গোরায় ক্লিক করেন।
কম্পিউটার থেকে একটা ফাইল ধরে নিয়ে আসুন, আপনাকে একটা লিঙ্ক দিবে শেয়ার করার জন্য। অই লিঙ্ক তা কপি করুন, যাকে আপনি ফাইল তা দিবেন টাকে লিঙ্ক তা সেন্ট করুন/ খেয়াল রাখবেন, আপনার বন্ধু ফাইল তা পেয়ে গেলে আপনার এখানে successful লিখাটা আসবে।
এবার আপনি অই পেজে না থাকলে ও চলবে। ব্যাস কেল্লা খাতাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩
New hindy MP3
৪:০০ PM
No comments
Gippi 2013 Movie Songs
1. Baby Doll - Sukhwinder Singh__
2. Pehn Di Takki - Vishal Dadlani __
Yeh Jawaani Hai Deewani Mp3 Songs - Download Bollywood Movie Songs
3. Balam Pichkari - Vishal Dadlani & Shalmali
4. Dilliwaali Girlfriend - Arijit Singh & Sunidhi Chauhan
5. Ghagra - Vishal Dadlani & Rekha Bhardwaj
1. Baby Doll - Sukhwinder Singh__
2. Pehn Di Takki - Vishal Dadlani __
Yeh Jawaani Hai Deewani Mp3 Songs - Download Bollywood Movie Songs
3. Balam Pichkari - Vishal Dadlani & Shalmali
4. Dilliwaali Girlfriend - Arijit Singh & Sunidhi Chauhan
5. Ghagra - Vishal Dadlani & Rekha Bhardwaj
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩
উইন্ডোজ ৮ এর জন্য অফলাইনে .NET Framework 3.5 ইনস্টল করুন খুব সহজে
৬:১১ PM
No comments
উইন্ডোজ ৮ ইনস্টল করার পরে,কোনও সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রত্যেকেই
একটা সমস্যাতে পড়বেন, সেটা হলো সফটওয়্যার ইনস্টল করতে গেলেই .NET Framework
3.5 ইনস্টল করতে বলে, এছাড়া সফটওয়্যারগুলো ইনস্টল হবে না ।

আমি আজকে,
খুব সহজেই উইন্ডোজ ৮ এ কিভাবে .NET Framework 3.5 অফলাইনে ইনস্টল করবেন সে বিষয়ে আলোচনা করবো ।
চলুন শুরু করা যাক ।
উইন্ডোজ ৮ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসি তে প্রবেশ করান ।
এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন ।

Command Prompt এ নিচের কমান্ড টি পেস্ট করে Enter কী চাপুন :
এখানে উল্লেখ্য যে G:\ হচ্ছে ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) এর ড্রইভ Letter ।
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি অন্য হয় ( )তাহলে কমান্ডে শুধুমাত্র G:\ এর পরিবর্তে ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter টি বসাতে হবে ।
যেমন ধরুন
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে
Command Prompt এ কাজ চলতে থাকবে । কাজ শেষ হলে “The operation completed successfully”
দেখাবে ।
এইবার পিসি রিস্টার্ট দিন ।
ব্যাস কাজ শেষ । এবার আপনি আপনার পছন্দের সফটওয়্যারগুলো আরামসে ইনস্টল করতে পারবেন ।

আমি আজকে,
খুব সহজেই উইন্ডোজ ৮ এ কিভাবে .NET Framework 3.5 অফলাইনে ইনস্টল করবেন সে বিষয়ে আলোচনা করবো ।
চলুন শুরু করা যাক ।
উইন্ডোজ ৮ এর ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) পিসি তে প্রবেশ করান ।
এবার cmd.exe (Command Prompt) কে স্টার্ট মেনুতে সার্চ করে Run As Administrator করুন ।

Command Prompt এ নিচের কমান্ড টি পেস্ট করে Enter কী চাপুন :
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:G:\sources\sxs /LimitAccess
এখানে উল্লেখ্য যে G:\ হচ্ছে ইনস্টলেসন মিডিয়া (উইন্ডোজ ৮ ডিভিডি/ বুটেবল পেনড্রাইভ) এর ড্রইভ Letter ।
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি অন্য হয় ( )তাহলে কমান্ডে শুধুমাত্র G:\ এর পরিবর্তে ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter টি বসাতে হবে ।
যেমন ধরুন
আপনার ইনস্টলেসন মিডিয়া এর ড্রইভ Letter যদি H:\ হয়,
তাহলে কমান্ড টি হবে
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /Source:H:\sources\sxs /LimitAccess
Command Prompt এ কাজ চলতে থাকবে । কাজ শেষ হলে “The operation completed successfully”
দেখাবে ।
এইবার পিসি রিস্টার্ট দিন ।
ব্যাস কাজ শেষ । এবার আপনি আপনার পছন্দের সফটওয়্যারগুলো আরামসে ইনস্টল করতে পারবেন ।
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সরাসরি .mp3 ফরম্যাট এ !
বাংলা গান বিশেষ করে পুরনো দিনের গান খুজে পেতে ইউটিউব এর জুরি নেই। কিন্তু
ঝামেলা হয় ডাউনলোড করা নিয়ে । আমরা সাধারনত সেগুলো .flv ফরমেট এ । কিন্তু
যদি সেটা সরাসরি .mp3 ফরম্যাট এ ডাউনলোড করা যায় তবে কেমন হয় বলুন তো?
- প্রথমে ইউটিউব অথবা ইউটিউব প্রক্সি দিয়ে ইউটিউব এ ঢুকুন। গান সিলেক্ট করুন। URL টা কপি করুন। যদি প্রক্সি দিয়ে ঢুকে থাকেন তবে নিচের মত চেষ্টা করুন।
- যদি পুরো লিঙ্ক টা এমন হয় – https://youtubeproxy.org/default.aspx?prx=https://www.youtube.com/watch?v=HMpjx4nefOI
- তাহলে কপি করবেন এই টুকু – https://www.youtube.com/watch?v=HMpjx4nefOI ।
- এখন এই অ্যাড্রেস এ যান – http://www.youtube-mp3.org ।
- এখানে ফাঁকা ঘরে আপনার কপি করা অ্যাড্রেস টা পেস্ট করে ডাউনলোড চাপ দিন ।
- দেখুন ডাউনলোড লিঙ্ক এসেছে।
- ব্যাস এভাবেই ইচ্ছা মত গান mp3 ফরম্যাট এ ডাউনলোড করতে থাকুন।
Windows 8 Start Screen পরিবর্তন !
Windows 8 এর এর অন্যত্তম একটি ফিচার
হচ্ছে স্টাট মেনু । আর এই স্টাট মেনুর ডিজাইন কয়েকটা ডিফল্ট পিকচার দিয়ে
চেঞ্জ করার অপশন আছে ! যদিও লক মেনু কিংবা একাউন্ট পিকচারে এ যে কোন ছবি
দেওয়া জায় কিন্তু স্টাট মেনুর এই রকম অপশন দেয়নাই :/ স্টাট মেনুতে যে
কোন ছবি দেওয়ার একটি সফটের কথা আমরা সবাই জানি তা হচ্ছে Décor 8 । এই সফট
এর সাহায্যে যে কোন ছবি দেওয়া জায় স্টাট মেনুতে ! কিন্তু এই সফটটি ফ্রি
নয় !! L যাদের টাকা আছে তারা এই লিংক থেকে
কিনে ইউজ করেন ! এমন কি Décor 8 এর কোন সিরিয়াল বা কিজেন ও নেটে নাই !!
:’( ত যাই হোক আজ যে সফট শেয়ার করব তাদিয়েও আপনি সহজেই স্টাট মেনুতে যে
কোন পিকচার দিতে পারবেন ! :D আর সবচেয়ে বড় কথা হল সফট টা ফ্রি !!! :D এবং
পোর্টেবল এবং সাইজ ও মাত্র ৩.৫ MB ! :D সফটির নাম Modern UI
StartScreenঅনেকেই জানেন আবার অনেকেই সফটটির কথা জানেন না !
আসুন দেখি কিভাবে ইউজ করবেন !
১. প্রথমে সফট ওপেন করে তীর চিহ্নিত জায়গায় কিল্ক দিলে স্টাট মেনু ওপেন হবে তারপরে ডেক্সটপ এ পুনরায় ফিরে এসে Load Picture থেকে পচ্ছন্দমত ছবি সিলেক্ট করে নিন !
২. এরপর Save করলেই কাজ শেষ !! :D :D
৩. আপনি চাইলে ছবির যে কোন নির্দিষ্ট অংশ ও ছিলেক্ট করে স্টাট মেনুতে দিতে পারেন :D
৪. Start Screen Opacity (255) এবং Tiles Opacity (OFF) সিলেক্ট করে রাখেন :D
চেঞ্জ করার পরে ;) ;) ;)
Windows 8 কে করুন আরো বৈচিত্রময় আর উপভোগ করুন জানালা দিয়ে আসা আলো বাতাস :D :P
আসুন দেখি কিভাবে ইউজ করবেন !
১. প্রথমে সফট ওপেন করে তীর চিহ্নিত জায়গায় কিল্ক দিলে স্টাট মেনু ওপেন হবে তারপরে ডেক্সটপ এ পুনরায় ফিরে এসে Load Picture থেকে পচ্ছন্দমত ছবি সিলেক্ট করে নিন !
২. এরপর Save করলেই কাজ শেষ !! :D :D
৩. আপনি চাইলে ছবির যে কোন নির্দিষ্ট অংশ ও ছিলেক্ট করে স্টাট মেনুতে দিতে পারেন :D
৪. Start Screen Opacity (255) এবং Tiles Opacity (OFF) সিলেক্ট করে রাখেন :D
চেঞ্জ করার পরে ;) ;) ;)
Windows 8 কে করুন আরো বৈচিত্রময় আর উপভোগ করুন জানালা দিয়ে আসা আলো বাতাস :D :P
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)