তারিখ: ০৫-১১-২০১২ ..মহাকাশের কোটি কোটি আলোকবর্ষ দূরের রহস্যময় বিভিন্ন আলোকচিত্র ধারণের ব্যাপারে বিজ্ঞানীদের চেষ্টা এবার সফল হতে যাচ্ছে। দীর্ঘ আট বছর গবেষণার পর তাঁরা এমন একটি ক্যামেরা তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দিয়ে খুব সহজেই মহাকাশের স্বচ্ছ ছবি তোলা সম্ভব। ক্যামেরাটির নাম ‘ডার্ক এনার্জি ক্যামেরা (ডিইসি)’। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা।
ডার্ক এনার্জি ক্যামেরায় তোলা ছবি থেকে নতুন নতুন তত্ত্ব সহজেই পাওয়া যাবে। চার মিটার চওড়া গতানুগতিক ভিক্টর এম. ব্লেনকো টেলিস্কোপের মুখে এ ক্যামেরাটি বসানো হয়। মজার ব্যাপার হলো, ক্যামেরাটি প্রতি শটে ৮০০ কোটি আলোকবর্ষ দূরের এক লাখেরও বেশি গ্যালাক্সিপুঞ্জের স্বচ্ছ ছবি ধারণ করার ক্ষমতা রাখে।
৫৭০ মেগাপিক্সেলের এ ক্যামেরার ভেতর বসানো হয়েছে ৬২টি যন্ত্রাংশ। এগুলোর সবই অত্যন্ত সংবেদনশীল। ক্যামেরাটি বিশেষ করে অনেক দূরে থাকা লাল আলো খুব সহজেই ধারণ করতে পারবে। বর্তমানে এ ক্যামেরা চিলির একটি উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সায়েন্স ফর হাই অ্যানার্জি ফিজিকসের সহযোগী পরিচালক জেমস সেইগরিস্ট বলেন, ‘ডার্ক এনার্জি ক্যামেরার প্রথম অর্জনটি আমাদের নতুন অগ্রযাত্রার পথ দেখিয়েছে। ক্যামেরাটি আমাদের মহাকাশের রহস্যময় ডার্ক এনার্জি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে সাহায্য করবে। আর আমরাও সমগ্র বিশ্বকে সেই রহস্য সম্পর্কে জানাতে পারব।’
ডার্ক এনার্জি ক্যামেরার প্রথম ছবিটি ছিল ছয় কোটি আলোকবর্ষ দূরের একটি ঘূর্ণায়মান গ্যালাক্সির। ডার্ক এনার্জি সার্ভে (ডিইএস) প্রকল্পের বিজ্ঞানীরা বৃহৎ গ্যালাক্সি জরিপ বা পর্যবেক্ষণের জন্য এ ক্যামেরা ব্যবহার করবেন। তাঁরা আশা করছেন, মহাকাশের গ্যালাক্সি ক্লোস্টার, সুপার নোভা এবং বিশাল আকারের গ্যালাক্সির পিন্ড বা ঝাড় সম্পর্কে ঝকঝকে স্বচ্ছ ছবি তাঁরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবেন।
—গিজম্যাগ, বিবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা
সোমবার, ৫ নভেম্বর, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন