This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১২

বিশ্বের সবচেয়ে গরিব রাষ্ট্রপ্রধান

রাষ্ট্রপ্রধান হিসেবে একজন প্রেসিডেন্টের জীবন ধারা কেমন হতে পারে, তা সবারই জানা। প্রথাগত এসব ঠাটবাটের বালাই নেই লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকার। জীর্ণ খামার নিয়ে খুব সাধারণ এক মানুষের মতো দিন গুজরান করছেন তিনি। আরাম-আয়েশের সরকারি সব সুযোগ দূরে ঠেলে বেছে নিয়েছেন সাধারণ মানুষের জীবন।
সরকার প্রেসিডেন্ট হোসে মুজিকার জন্য বিলাসবহুল সরকারি বাসভবন বরাদ্দ করেছিল। তবে তিনি সেই বাড়িতে যাননি। প্রেসিডেন্ট হলেও তিনি থাকেন রাজধানী মন্টেভিডিও থেকে বেশ দূরে স্ত্রীর খামারবাড়িতে। স্ত্রীর সঙ্গে ফুলের চাষ করেন। আয়ের বেশির ভাগ অংশই ব্যয় করেন দাতব্য কাজে।
মুজিকার বাড়ির বাইরে কাপড় কাচার ঘর। মাঠের এক কূপ থেকে পানি তোলা হয়। কূপের চারপাশটা আগাছায় ভরা। প্রেসিডেন্টর এই বাসভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মাত্র দুজন পুলিশ। আর রয়েছে তিন পেয়ে কুকুর ম্যানুয়েলা।
২০১০ সালে প্রেসিডেন্ট হোসে মুজিকা তাঁর সম্পদের বিবরণ দেন। এতে দেখা যায়, তাঁর সম্পদের পরিমাণ মাত্র এক হাজার ৮০০ ডলার। এ বছর তিনি তাঁর স্ত্রীর অর্ধেক সম্পদও এই বিবরণে যোগ করেন। এতে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় দুই লাখ ১৫ হাজার মার্কিন ডলার। তবে তাঁর এই সম্পদ দেশটির ভাইস প্রেসিডেন্ট দালিনো অ্যাস্ত্রোরির ঘোষিত সম্পদের দুই-তৃতীয়াংশ। আর মুজিকার পূর্বসূরি প্রেসিডেন্টের সম্পদের মাত্র এক-তৃতীয়াংশ। মুজিকা তাঁর মাসিক আয়ের ৯০ শতাংশই দাতব্য কাজে দেন। এর মূল্যমান প্রায় ১২ হাজার মার্কিন ডলার।
খামারবাড়ির বাগানে রাখা পুরোনো চেয়ারে বসে পছন্দের কুকুরটিকে আদর করতে করতে মুজিকা বলছিলেন, ‘আমি এভাবেই আমার জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছি। আমার যা আছে, তা নিয়ে আমি চলতে পারি।’
মুজিকা ষাট ও সত্তরের দশকে উরুগুয়ের গেরিলা সংগঠন তুপামারোসের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিউবার বিপ্লবে অনুপ্রাণিত হয়ে উরুগুয়ের বামপন্থীরা এই গেরিলা সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল। গেরিলা জীবনে তিনি ছয়বার গুলিবিদ্ধ হয়েছেন এবং ১৪ বছর কারাভোগ করেছেন। কঠোর শর্ত আর একাকিত্বের মধ্যেই বন্দিজীবন কাটাতে হয়েছে তাঁকে। দেশ গণতান্ত্রিক ধারায় ফিরলে ১৯৮৫ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়।
তবে বন্দিজীবন তাঁকে এমন জীবনদর্শন শিখিয়েছে বলে জানালেন প্রেসিডেন্ট মুজিকা। তিনি বলেন, ‘আমাকে বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট বলা হয়। আমার তা মনে হয় না। যারা শুধু ব্যয়বহুল জীবনযাপনের জন্য কাজ করে, সব সময় আরও বেশি বেশি চায়; তারাই গরিব।’ তিনি আরও বলেন, ‘অনেক বেশি বিত্তবৈভব না থাকলে সারাজীবন শুধু দাসের মতো কাজ করার কোনো দরকার নেই; বরং ওই সময়টা নিজেকে দিন। আমাকে পাগল বা পালগাটে বৃদ্ধ মনে হতে পারে। কিন্তু এটা আমার নিজের পছন্দ।’
এ বছরের জুনে রিও সম্মেলনেও উরুগুয়ের প্রেসিডেন্ট নিজের দর্শন তুলে ধরেন। টেকসই উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, বিশ্বে যে পরিমাণ সম্পদ আছে তা দিয়ে কি ৭০০-৮০০ কোটি মানুষ একইভাবে ভোগ ও অপচয় করতে পারবে, যেটা উন্নত বিশ্ব করছে? এ ধরনের উচ্চ ভোগবাদ পৃথিবীর ক্ষতি করছে। ভোগবাদের প্রবৃদ্ধি অর্জনে বিশ্বনেতারা অন্ধ বলে তিনি তাঁদের সমালোচনা করেন।
উরুগুয়ের জরিপ প্রতিষ্ঠানের ইগনাসিও জুয়াসনাবার বলেন, এমন জীবন যাপনের জন্য সাধারণ মানুষ প্রেসিডেন্টের প্রতি সহানুভূতিশীল। তবে সরকারের ভুল কাজের সমালোচনা করতে তারা পিছপা হয় না।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় বিরোধীরা মুজিকার সমালোচনায় মুখর। ২০০৯ সালের নির্বাচনের পর এবার প্রথমবারের মতো তাঁর জনপ্রিয়তা ৫০ শতাংশের নিচে নেমে গেছে। তবে জনপ্রিয়তা রেটিং নিয়ে তেমন চিন্তিত নন মুজিকা। কারণ, আইন অনুযায়ী ২০১৪ সালের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট দায়িত্ব শেষে রাজনীতি থেকে অবসর নেবেন বলে জানালেন।

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

আপনার জিপি সিমের FnF নাম্বার যোগ, পরিবর্তন অথবা লিস্ট দেখুন বিনামূল্যে।

জিপি সিমের FnF নাম্বার যোগ এবং পরিবর্তন করতে ২.৩০ টাকা খরচ হয়। তাই আজকে আমি একটি সফটওয়ারের খোঁজ দেব যার মাধ্যমে আপনারা খুব সহজেই FnF নাম্বার যোগ অথবা পরিবর্তন করতে পারবেন। এই সফটওয়ারটি জাভা এবং সিম্বিয়ান দুই ধরনের মোবাইলেই চলে। এজন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

১। আপনার মোবাইল থেকে নিচের অ্যাড্রেস থেকে GP APPS সফটওয়ারটি ডাউনলোড করুনঃ Mobail link
২। ডাউনলোড শেষ হলে সফটওয়ার ইন্সটল করুন।
৩। এবার সফটওয়ারটি ওপেন করুন (সফটওয়ারটি ওপেন করার সময় অবশ্যই যে সিমের FnF পরিবর্তন করবেন সেটি ভরে ওপেন করবেন)।
৪। ওপেন করার দেখুন Self Service নামের একটি অপশন আছে।
৫। Self Service > FnF  অপশনে ক্লিক করুন। এখানে দেখবেন যে, View FnF List, Add FnF এবং Change FnF অপশন গুলো আছে। যার যেটা দরকার সেটাতে ক্লিক করুন।

বি.দ্রঃ আপনার সিমে MB কেনা না থাকলে ১/২ পয়সা কাটতে পারে। কোন ভুল হলে ক্ষমা করবেন।

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

মহাকাশের স্বচ্ছ ছবি তোলার ক্যামেরা |

 
তারিখ: ০৫-১১-২০১২ ..মহাকাশের কোটি কোটি আলোকবর্ষ দূরের রহস্যময় বিভিন্ন আলোকচিত্র ধারণের ব্যাপারে বিজ্ঞানীদের চেষ্টা এবার সফল হতে যাচ্ছে। দীর্ঘ আট বছর গবেষণার পর তাঁরা এমন একটি ক্যামেরা তৈরি করতে সক্ষম হয়েছেন, যা দিয়ে খুব সহজেই মহাকাশের স্বচ্ছ ছবি তোলা সম্ভব। ক্যামেরাটির নাম ‘ডার্ক এনার্জি ক্যামেরা (ডিইসি)’। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা। ডার্ক এনার্জি ক্যামেরায় তোলা ছবি থেকে নতুন নতুন তত্ত্ব সহজেই পাওয়া যাবে। চার মিটার চওড়া গতানুগতিক ভিক্টর এম. ব্লেনকো টেলিস্কোপের মুখে এ ক্যামেরাটি বসানো হয়। মজার ব্যাপার হলো, ক্যামেরাটি প্রতি শটে ৮০০ কোটি আলোকবর্ষ দূরের এক লাখেরও বেশি গ্যালাক্সিপুঞ্জের স্বচ্ছ ছবি ধারণ করার ক্ষমতা রাখে। ৫৭০ মেগাপিক্সেলের এ ক্যামেরার ভেতর বসানো হয়েছে ৬২টি যন্ত্রাংশ। এগুলোর সবই অত্যন্ত সংবেদনশীল। ক্যামেরাটি বিশেষ করে অনেক দূরে থাকা লাল আলো খুব সহজেই ধারণ করতে পারবে। বর্তমানে এ ক্যামেরা চিলির একটি উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সায়েন্স ফর হাই অ্যানার্জি ফিজিকসের সহযোগী পরিচালক জেমস সেইগরিস্ট বলেন, ‘ডার্ক এনার্জি ক্যামেরার প্রথম অর্জনটি আমাদের নতুন অগ্রযাত্রার পথ দেখিয়েছে। ক্যামেরাটি আমাদের মহাকাশের রহস্যময় ডার্ক এনার্জি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে সাহায্য করবে। আর আমরাও সমগ্র বিশ্বকে সেই রহস্য সম্পর্কে জানাতে পারব।’ ডার্ক এনার্জি ক্যামেরার প্রথম ছবিটি ছিল ছয় কোটি আলোকবর্ষ দূরের একটি ঘূর্ণায়মান গ্যালাক্সির। ডার্ক এনার্জি সার্ভে (ডিইএস) প্রকল্পের বিজ্ঞানীরা বৃহৎ গ্যালাক্সি জরিপ বা পর্যবেক্ষণের জন্য এ ক্যামেরা ব্যবহার করবেন। তাঁরা আশা করছেন, মহাকাশের গ্যালাক্সি ক্লোস্টার, সুপার নোভা এবং বিশাল আকারের গ্যালাক্সির পিন্ড বা ঝাড় সম্পর্কে ঝকঝকে স্বচ্ছ ছবি তাঁরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারবেন। —গিজম্যাগ, বিবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা

রবিবার, ৪ নভেম্বর, ২০১২

আপনার ব্লগে যুক্ত করুন সুন্দর একটি “Subscribe Me” বক্স..!

আজ আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগে একটি সুন্দর Subscribe Me বক্স যুক্ত করবেন। এই Widget টি যুক্ত করতে নিচের
Screen Shot ও দিক নির্দেশনা গুলা অনুগ্রহপুর্বক অনুসরণ করুন।

DEMO

 ১. প্রথমে আপনার Blogger বা Wrodpress সাইটের এডমিন প্যানেলে লগ ইন করুন।
২.এরপর যে ব্লগটিতে এই Widget টি Add করতে চান তা Select করুন।
৩. এরপর Layout অপশন Select করুন।
৪. এবার Add A Gadget অপশন টি Select করুন।
৫. এবার Html/ Java Script সিলেক্ট করুন।
৬। Name লিখুন “Subcribe Me” এবং Content এর স্থানে নিচে দেয়া কোড টুকু কপি করে পেস্ট করুন। সামান্য Customize এর প্রয়োজন হবে।
৭. নিচে দেওয়া কোডটুকু কপি করে পেস্ট করুন।


<style>.BlueKut_Bar{width: 300px; float: left;}.BlueKut_Bar .count{color:#F17C18; font-size: 14px; font-weight: bold; font-family: Helvetica, Arial;  height: 40px; line-height: 40px; vertical-align: middle; width: 310px; padding: 0 0px 0 4px; margin:0;}.BlueKut_Bar .count span.bigcount{color:#F17C18; font-size: 24px; font-family: Helvetica, Arial; line-height: 39px; vertical-align: middle; margin:0px; padding:10px 0px 0px 0;}.BlueKut_Bar .subicons{border-bottom: 1px solid #e6e6e6; margin: 0px 0 0px 0; float: left; width: 300px; font-family: Helvetica, Arial; font-size: 12px;}.BlueKut_Bar .subicons a{text-decoration: none; color:#333333;}
.BlueKut_Bar .subicons a:hover{text-decoration: underline; color:#333333;}
.BlueKut_Bar .subicons .rssicon{border-right: 1px solid #e6e6e6; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1LEc6atHzlYH-RNdMkstrpQQea1Rs2fHX0Z-xKeqMAV81z2KRQEvr8Z0esf89no8hu3TKayabd6UeoFiHC7oLuRGvGI7Vl7SRA1UsLV6lRwGNem0m7UkPncX47EQWvtZ96lLp4H6cr8/s1600/social_icons.png) no-repeat; background-position: 0px 5px; min-width: 2px; height: 48px; line-height: 57px; vertical-align: middle; float: left; padding: 0px 10px 0px 30px; margin: 0 0 0 5px;}
.BlueKut_Bar .subicons .googleicon{border-right: 1px solid #e6e6e6; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1LEc6atHzlYH-RNdMkstrpQQea1Rs2fHX0Z-xKeqMAV81z2KRQEvr8Z0esf89no8hu3TKayabd6UeoFiHC7oLuRGvGI7Vl7SRA1UsLV6lRwGNem0m7UkPncX47EQWvtZ96lLp4H6cr8/s1600/social_icons.png) no-repeat; background-position: 0px -37px; min-width: 2px; height: 48px; line-height: 57px; vertical-align: middle; float: left; padding: 0px 10px 0px 30px; margin: 0 0 0 5px;}
.BlueKut_Bar .subicons .fbicon{border-right: 1px solid #e6e6e6; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1LEc6atHzlYH-RNdMkstrpQQea1Rs2fHX0Z-xKeqMAV81z2KRQEvr8Z0esf89no8hu3TKayabd6UeoFiHC7oLuRGvGI7Vl7SRA1UsLV6lRwGNem0m7UkPncX47EQWvtZ96lLp4H6cr8/s1600/social_icons.png) no-repeat; background-position: 0px -79px; min-width: 20px; height: 48px; line-height: 57px; vertical-align: middle; float: left; padding: 0px 10px 0px 30px; margin: 0 0 0 5px;}
.BlueKut_Bar .subicons .twittericon{background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN1LEc6atHzlYH-RNdMkstrpQQea1Rs2fHX0Z-xKeqMAV81z2KRQEvr8Z0esf89no8hu3TKayabd6UeoFiHC7oLuRGvGI7Vl7SRA1UsLV6lRwGNem0m7UkPncX47EQWvtZ96lLp4H6cr8/s1600/social_icons.png) no-repeat; background-position: 0px -121px; min-width: 20px; height: 48px; line-height: 57px; vertical-align: middle; float: left; padding: 0px 10px 0px 30px; margin: 0 0 0 5px;}
.BlueKut_Bar .emailsub{border-bottom: 0px solid #e6e6e6; padding: 10px 0 0px 0; float: left; width: 100%; font-family: Helvetica, Arial;}
.BlueKut_Bar .emailsub .emailicon{background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtuyc9hfJKiHpwABike-J8QK4p8xcQfkAfdx6jmRNbLFLzk_JOgzjlOK3aI9-HDuI-szF4sw729bJ8zUnyj0qO02MlzTpWX-DWsZBpyvOZh3QmBvpATMUVIp7lCtreU433u1zW-nXakBM/s400/email.png) no-repeat 0 2px; float: left; padding: 0px 15px 0px 40px; margin: 0 0 0 5px; width: 300px;  line-height: 20px; vertical-align: middle; font-size: 14px; color: #333; }
.BlueKut_Bar .emailsub .emailupdatesform{margin: 10px 0 5px 5px; width: 300px; float: left;}
.BlueKut_Bar .emailsub .emailupdatesform input.emailupdatesinput{background: #fff !important; float: left; border: 1px solid #d2d2d2; padding: 0px 8px 0px 8px; color: #a19999; font-size: 12px; height: 25px; width: 205px; border-radius: 5px; -moz-border-radius: 5px; -webkit-border-radius: 5px;}
.BlueKut_Bar .emailsub .emailupdatesform input.joinemailupdates{background:-moz-linear-gradient(top,#57ABFE 0%,#0080ff 100%); background:-webkit-gradient(linear,left top,left bottom,from(#57ABFE),to(#0080ff)); border: 1px solid #0080ff; text-transform: none; font:bold 12px arial; color: #fff; height: 25px; padding: 0 12px 0 12px; margin: 0 0 0 5px; border-radius: 5px; -moz-border-radius: 5px; -webkit-border-radius: 5px; cursor:pointer;}
</style>
<img src=”https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5lfIzwIBCVWhcLzvYE9jxjb0NJdMkzueQyISFQrF5_F4Ov4EIRT9fHgM43wsCbr5HkuL0-XmoJspGRZbT0yZXhrxx8utyHc02a9EISd7tvvJZUchOsCyfEoLn7EZR-oiLLTx0Bh4PbEY/s1600/SUBSCRIBE+ME.png” alt=”Pulpit rock” width=”305″ height=”55″ />
<!–[if IE 9]>
<style>
.BlueKut_Bar .count span.bigcount{color:#F17C18; font-size: 24px; font-family: Helvetica, Arial; line-height: 34px; vertical-align: middle; }
.BlueKut_Bar .emailsub .emailupdatesform input.joinemailupdates{background:#0080ff; border: 1px solid #0080ff; text-transform: uppercase; font:bold 12px arial; color: #fff; height: 25px; padding: 3px 12px 0 12px; margin: 0 0 0 5px; border-radius: 5px; -moz-border-radius: 5px; -webkit-border-radius: 5px; cursor:pointer;}
</style>
<![endif]–>
<div ><div><span ><a rel=”nofollow”  href=”http://feeds.feedburner.com/FmGuys“><img
width=”20″ style=”border:0″ alt=”FmGuys” src=”http://www.blogger.com/favicon-image.g?blogID=6585772725999047236” height=”20″/></a> </span>Fm Guys | Online Radio Portal </div>
<div >
<div > <a rel=”nofollow” href=”http://www.fmguys.com/feeds/posts/default” target=”_blank”>  RSS</a></div>
<div >  <a href=”https://www.facebook.com/FmGuys” target=”_blank” rel=”nofollow”>Like Us</a></div>
<div > <a href=”http://twitter.com/KawsharBD” target=”_blank” rel=”nofollow”>Follow Us</a></div></div>
<br  style=”clear:both;”/>
<div style=”width:300px; border-bottom:1px solid #e6e6e6; margin:8px 5px 0px 0px; padding-bottom:5px;”>
<a class=’twitter-follow-button’ data-button=’grey’ data-link-color=’#289728′ href=http://twitter.com/KawsharBD’ rel=’nofollow’></a>
<script src=’http://platform.twitter.com/widgets.js’ type=’text/javascript’></script>
</div>
<div>
<div ><p style=” width:270px; color:#3A3A3A; font-size: 12px; font-weight: normal; font-family:  Arial;  padding:0; margin:0;”> Get Updates About Online Entertain, Top Download And News   By Submitting Your Email ID Below.</p></div>
<div >
<form action=”http://feedburner.google.com/fb/a/mailverify” method=”post” target=”popupwindow” onsubmit=”window.open(‘http://feedburner.google.com/fb/a/mailverify?uri=bloggerfaqtricks’, ‘popupwindow’, ‘scrollbars=yes,width=550,height=520′);return true”><input gtbfieldid=”10″ name=”email” value=”Enter your email here…” onblur=”if (this.value == ”) {this.value = ‘Enter your email here…’;}” onfocus=”if (this.value == ‘Enter your email here…’) {this.value = ”;}” type=”text” /><input value=”tntbystc” name=”uri” type=”hidden” /><input value=”Submit” type=”submit” /></form></div></div></div>
<div class=’clear’></div>
<span class=’widget-item-control’>
<span class=’item-control blog-admin’>
<a class=’quickedit’ href=’//www.blogger.com/rearrange?blogID=8193278726666811965&widgetType=HTML&widgetId=HTML10&action=editWidget&sectionId=sidebar’ onclick=’return _WidgetManager._PopupConfig(document.getElementById(“html10″));’ target=’configHTML10′ title=’Edit’>
<img alt=” height=’18′ src=’http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png’ width=’18′/>
</a></span></span><small></small>
<a href=”http://fmguys.com”>Listen Online Radios>></a></small>


Customize(পরিবর্তন সমূহ): কোডে কিছু পরিবর্তন আনতে হবে। লাল চিহ্নিত গুলো।
  • FmGuys এর স্থানে আপনার ব্লগের Rss Feed Username বসাতে হবে।
  • http://www.blogger.com/favicon-image.g?blogID=6585772725999047236 এর স্থানে আপনার ব্লগের ফেভিকন এর Image Url বসাতে হবে।
  • Fm Guys | Online Radio Portal এর স্থানে আপনার ব্লগের Title দিন।
  • http://www.fmguys.com এর স্থানে আপনার ব্লগ Url বসাতে হবে।
  • এর পরে যে Facebook Page এর Url আছে সেখানে আপনার ব্লগের Facebook Page এর Url বসান।
  • এরপর Twitter Url আছে সেখানে আপনার পেজের Twitter Url বসান।
  • Get Updates… এর স্থানে আপনার যা ইচ্ছা অর্থাৎ ব্লগের ছোট্ট Description দিতে পারেন।
এবার Save বাটন চেপে Widget টি Save করুন।







নানা তথ্য নিয়ে ওয়েব পোর্টাল

প্রতিদিনের দরকারি বিভিন্ন তথ্য নিয়ে ইনফো অল ফর ইউ নামে একটি ওয়েবসাইট (www.infoall4u.com ) প্রকাশ করা হয়েছে। এতে ভ্রমণ, কম্পিউটার, নির্দেশিকা, কবিতা, চাকরির খবর, কলেজ ও বিশ্ববিদ্যালয়, সংবাদপত্রের লিংক, মজার মজার গেমস ছাড়াও বিভিন্ন তথ্য রয়েছে।

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

কম্পিউটার ক্রাশ ও এর প্রতিকার

কম্পিউটার ক্রাশের সাথে আমরা অনেকেই পরিচিত। সমস্যা তা অনেকেই ফেস করছেন। ধরেন আপনি হয়ত অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছিলেন। হঠাৎ আপনার সম্পূর্ণ সিস্টেম হাং করল অথবা ব্লু-স্ক্রীন আর কিছু এরর ম্যাসেজ দেখা দিল। বাধ্য হয়ে আপনাকে All+Ctrl+Del চাইপা সিস্টেম রিবুট করতে হইল । আমার এই সমস্যা অনেকবার হইছে । তাই আজকে এইটা নিয়া লেখলাম। এইতার কারন অনেক থাকতে পারে। জেমনঃ সফটওয়্যার বাগস , মেমোরি ব্লক হওয়া ইত্যাদি।

ক্রাশ কেন হয়?

আগেরকালে পিসির আকৃতি ছোট করার আর এটা যাতে সবাই কিনতে পারে সেই দিকেই বেশি গুরুত্ব দেয়া হইত। তারা হার্ডওয়্যার তৈরির সময় সবচেয়ে কম দামের পার্টস ব্যাবহার করত আর সফটওয়্যার লেখার সময় বিপদজনক শটকাট ইউস করত। তাছাড়া ধীর গতির পিসিতে ভাল পারফরমেন্স পাবার আশায় অপারেটিং সিস্টেম, সকল এপ্লিকেশন প্রোগ্রাম ও ডিভাইস ড্রাইভার চালানোর জন্য মেইন মেমরির  একটি  নির্দিষ্ট স্পেস ব্যবহার করত। আর এগুলোর মধ্যে যদি কোন একটিতে ক্ষতিকর বাগ থাকত তাহলে তা পুরা সিস্টেম কে অচল করে দিত। সব সফটওয়্যার নির্দিষ্ট ও অরক্ষিত   স্পেস ব্যবহার করত। জার ফলে যেকোনো সফটওয়্যার এ একটি সমস্যা থাকলে তা অন্য সফটওয়্যার এ ছড়িয়ে পড়ত।যার ফলে সিস্টেম ক্রাশ।
কিন্তু আগেরকালের পিসিগুল যথেষ্ট বিশ্বত ছিল তাদের সহজ ও সরল আর্কিটেকচারের জন্য। আর এখনকার পিসিগুলোতে আগের কালের পিসিগুলোর তুলনায় বাঁশি ক্রাশ হয়। কারন বর্তমানে পিসির জটিল আকার ধারন করা ।
আরও কারন আছে ক্রাশ হওয়ার । পিসির বর্তমান অপারেটিং সিস্টেম এর কোড সাইজের স্বাভাবিক বাড়ার কথাই ধরুন। ১৯৯২ সালের উইন্ডোজ এনটি  এর অরিজিনাল ভার্সনে সোর্স কোড এর সংখ্যা ছিল ৪ মিলয়ন লাইন। আর ১৯৯৬ সালে রিলিজ হওয়া এনটি ৪.০ এ সোর্স কোড এর পরিমান দারাইছে ১৬.৫ মিলিয়ন। এর পরে যে উইন্ডোজ এনটি এর ৫.০ ভার্সন বের হইছে তাতে সোর্স কোড এর পরিমান আসিল ৩০ মিলিয়ন লাইন । এইবার বুঝেন ঠ্যালা শতকরা বাড়ার হার ৬ বছরে ৭০০%  ।
যদি এখানে কোন ক্ষতিকর বাগ থাকে তাহলে সিস্টেম ক্রাশ হতে কতক্ষণ লাগবে আপনারাই বের করেন?
অনেক সময় সফটওয়্যার এর সমস্যার কারনেও এটি হতে পারে । যখন কোন সিস্টেম ক্রাশ করে তখন সফটওয়্যার গুলো ফেইল করে। যদি এটি কোন এপ্লিকেশন হয় তাহলে আপনাকে আনসেভড  কাজ গুলা হারাতে হবে । তবে উন্নতমানের অপারেটিং সিস্টেম অবশ্যই অন্যান্য প্রোগ্রামের মেমোরি পার্টিশন রক্ষা করবে। অনেকসময় ক্রাশ করা প্রোগ্রামটি আর অনেক প্রোগ্রাম এ সমস্যা সৃষ্টি করে ফলে পুরা সিস্টেম অচল হওয়া যায়। তখন পিসি রিবুত করা ছাড়া উপাই নাই। আবার অপ্রত্যাশিত রিবুত হার্ডডিস্কে নানান জঞ্জাল বানাতে পারে। তার ফলে আপনার হার্ডডিস্ক ক্রাশ করতে পারে। তার পর আপনাকে নতুন হার্ডডিস্ক লাগাতে হবে।
আবার ভাইরাস এর কারনেও সিস্টেম ক্রাশ হতে পারে। আবার নতুন এক ঝামেলা হইল কম্পিউটার এর হার্ডওয়্যার চুরি। বিশেষ করে র‍্যাম চুরি । র‍্যাম চুরির ফলে সিস্টেম অন হওয়ার সময় প্রয়োজনীয় হার্ডওয়্যার এর অভাবে আপনার সিস্টেম ক্রাশ করবে।

ক্রাশ প্রতিরোধঃ

  • ১) ভাল মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। যেমনঃ নরটন অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আপনার মেমরির কিছু অংশ হয়ত দখল করবে। কিন্তু এটি আপনার কম্পিউটার কে ভাইরাস থেকে মুক্ত রাখবে । আর প্রতি ৩ মাস পর পর আপনার অ্যান্টিভাইরাস টি আপডেট দিন। আর মাসে অন্তত আপনার অ্যান্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ পিসি স্কেন করুন। কোন কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড দেয়ার পর স্কেন করে নিন।
  • ২) আপনার কোন গুরুত্বপূর্ণ ফাইল এর ব্যাকআপ করে নিন। যদিও এটি একটি বিরক্তকর জিনিস। কিন্তু সিস্টেম ক্রাশ হলে আপনার অই গুরুত্বপূর্ণ ফাইল টি যদি না খুজে পাওয়া যায় তাহলে অইটা মনে হয় আর খারাপ হবে।
  • ৩) সপ্তাহে অন্তত আপনার ড্রাইভ গুলো স্কেন ডিস্ক  দিয়ে স্কেন করিয়ে নিন। এর জন্য আপনার ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন। তার পর tools ট্যাব এ প্রবেশ করে Scan Disk এ ঢুকে আপনার ড্রাইভ টি স্কেন করুন। এটি আপনার হার্ডডিস্ক টি চেক করে এরর গুলো রিপেইর করে দিবে।
  • ৪) প্রতি মাসে অন্তত একবার আপনার ড্রাইভ গুলো Defragment  করে নিন। এতে আপনার পিসি এর পারফরমেন্স বাড়বে।
  • ৫) স্টার্ট আপ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন।
  • ৬) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করবেন না। করা থাকলেও আনইন্সটল করে ফেলুন।
  • ৭) বেশি প্রোগ্রাম একসাথে রান করবেন না। ফলে আপনার মাল্টিটাস্কিং  সুবিধা নিতে গিয়ে সিস্টেম রিসোর্চ ঘাটতি ঘটে আপনার সিস্টেম ক্রাশ করবে ।
  • ৮) ক্রাশ প্রটেক্টর সফটওয়্যার ব্যবহার করুন । আমি কিছু ক্রাশ প্রটেক্টর সফটওয়্যার এর নাম দিলাম। যখন কোন প্রোগ্রাম ক্রাশ করার পর্যায় এ চলে আসে তখন এসব ক্রাশ প্রটেক্টর সফটওয়্যার  অপারেটিং সিস্টেম কে এটি জানায়। তখন অপারেটিং সিস্টেম অই প্রোগ্রাম টিকে চালু রাখতে সাহায্য করে ও সমস্যা সমাধানে চেষ্টা চালায়। যদি তা সম্ভব না হয় তখন অপারেটিং সিস্টেম প্রোগ্রাম টি থেকে আনসেভড  ফাইল সংরক্ষণ করতে চেষ্টা করে।

এইখানে কয়েকটি ক্রাশ প্রটেক্টর এর নাম দিলামঃ

  • 1) PC Medic
  • 2) Norton Crash Guard
  • 3) Crush Defender Deluxe
  • 4) First Aid
  • 5) Safe & Sound

সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

ডাউনলোড করে নিন সহীহ বুখারী বাংলা সম্পূর্ণ ১০ খন্ড

সহীহ বুখারী বিশুদ্ধ হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। এর মধ্যে উল্লেখিত সমস্ত হাদীসই সহীহ বা বিশুদ্ধ এ বিষয়ে মুসলিম বিশ্বের সকল মুহাদ্দিস ও আলিমগণ একমত। আর তাই বাংলাদেশের সকল কওমি মাদ্রাসায়ও সহীহ বুখারীর দরস এবং খতমে বুখারীর মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। বলা হয়ে থাকে যে, কেউ যদি সহীহ বুখারীর হাদীস থেকে দলীল নিয়ে সে অনুযায়ী আমল করে তাহলে সে নিশ্চিতভাবেই রাসূল (সাঃ) এর সুন্নাত অনুযায়ী আমল করতে পারবে। তাই আর দেরী না করে ডাউনলোড করে নিন বাংলা সহীহ বুখারী এবং এর সাহায্যে নিজেদের আমলকে রাসূল (সাঃ) এর সুন্নাতের সাথে মিলিয়ে বিশুদ্ধ করে নিন।
ডাউনলোড লিঙ্কঃ
সহীহ বুখারী ১ম খন্ড
সহীহ বুখারী ২য় খন্ড
সহীহ বুখারী ৩য় খন্ড
সহীহ বুখারী ৪র্থ খন্ড
সহীহ বুখারী ৫ম খন্ড
সহীহ বুখারী ৬ষ্ঠ খন্ড
সহীহ বুখারী ৭ম খন্ড
সহীহ বুখারী ৮ম খন্ড
সহীহ বুখারী ৯ম খন্ড
সহীহ বুখারী ১০ম খন্ড
মহান আল্লাহ্‌ আমাদেরকে হিদায়াতের সঠিক বুঝ দান করুন। আমীন!

অনলাইনে স্ক্যান করুন ভাইরাস

কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ভাইরাস। বিশ্বব্যাপী হ্যাকারদের দৌরাত্ম্যে ভাইরাস আর নানান ধরনের ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের হাত থেকে রক্ষা পেতে তাই ভালো অ্যান্টিভাইরাসের বিকল্প নেই। তবে প্রতিদিন যে পরিমানে নতুন নতুন ভাইরাস, ম্যালও্যার আর স্পাইওয়্যার তৈরি হয়, তাতে করে কোনো নির্দিষ্ট একটি অ্যান্টিভাইরাসের ওপর অনেকেই নির্ভর করে থাকতে চান না। এই ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে অনলাইন ভাইরাস স্ক্যানার। অনলাইনে ভাইরাস টোটাল সাইলে গিয়ে আপনি যেকোনো ফাইল একাধিক অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে নিশ্চিত থাকতে পারেন। এর জন্য আপনাকে এই লিংকে যেতে হবে। এখানে গিয়েই আপনি যেকোনো ফাইল আপলোড করতে পারবেন। আর ফাইল আপলোডের ক্ষেত্রে সাইজ ৩২ মেগাবাইট পর্যন্ত সমর্থন করে এই সাইট। ফাইল আপলোড করে স্ক্যান কমান্ড দিলেই ফাইলটি সংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে অনলাইনে একাধিক অ্যান্টিভাইরাসের সাহায্যে। কেবল ফাইল স্ক্যানিংয়ের জন্যই নয়, যেকোনো ওয়েবসাইটও যদি স্ক্যান করতে চান, সে কাজটিও করে দেবে ভাইরাস টোটাল। আর তার জন্য কেবল আপনাকে সংশিষ্ট সাইটের ইউআরএল (এড্রেস) আপলোড করে দিতে হবে নির্দিষ্ট স্থানে। ভাইরাস টোটালে মূলত রয়েছে একটি শক্তিশালী অনলাইন কমিউনিটি। সেই কমিউনিটি থেকেই নানান ধরনের ফাইল আপলোড করে স্ক্যান করার পর সেই ফাইলের যাবতীয় তথ্য সাথে সাথেই পাওয়া যায় ভাইরাস টোটালে। ভাইরাস টোটালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে যেকোনো ফাইল স্ক্যান করার পর আপলোড করা ফাইল বা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। ফলে ফাইল বা সাইটটি থেকে স্ক্যান করার পর সেটি সম্পর্কে নিশ্চিন্তে থাকা যায়।

গুগল টিপস এন্ড ট্রিকস ! যে কোন, এমপি থ্রী গান ও পিডিএফ ফাইল ডাউনলোড করুন অতি সহজে !!!

খুব সহজে আপনি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে এমপি থ্রী গান, পিডিএফ ফাইল বই, কোরআন শরীফ পিডিএফ ও এমপি থ্রী ইত্যাদি ডাউনলোড করুন বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে।
কিভাবে ডাউনলোড করবেন? 
গুগল সার্চ বক্সে লিখুন
intitle:”index.of” (ফাইল ফরম্যাট) “ফাইলের নাম”

যেমন ধরুন , আপনি মান্না দের গান ডাউনলোড করতে চান।
তাহলে গুগলের সার্চ বক্সে লিখুন : intitle:”index.of”(mp3) “manna dey”
তারপর দেখুন অসংখ্য ইনডেক্স পাবেন, ওযেব সাইটে থাকা মান্নাদের গানের সব ইনডেক্সের লিস্ট।
গানের নামের উপর রাইট ক্লিক করে সেভ করে নিন।

অথবা, এলব্যমের নাম দিয়ে সার্চ করেও ইনডেক্স ।
intitle:”index.of”(mp3|mp4|avi)“bolna”

তাহলে পাবেন হৃদয় খানের “বলনা” এলবামের গান পাবেন।
এভাবে আপনার পছন্দের শিল্পীর বা এলবামের গান।

কোড :
শিল্পীর নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “শিল্পীর নাম”
গানের নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “গানের নাম”
ছবির গানের জন্য লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “ghajini”
কোরআন পিডিএফ ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(chm|pdf|doc)“quran”

কোরআন এমপি থ্রী ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(mp3|mp4|avi) “quran”


রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

সকল চায়না মোবাইল ফোন ব্যবহারকারী বন্ধুদের জন্য সফ্টওয়্যার সহ একটি দারুন টিপস নিয়ে শুরু করছি টিউন।আশা করি টিউনটি আপনাদের সকলের ভাল লাগবে।

 হোম

বর্তমানে সব ধরনের সুবিধা সংবলিত মোটামুটি সাশ্রয়ী বিভিন্ন মডেলের এবং বিভিন্ন ব্র্যান্ডের চায়না মোবাইল হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে।এইসকল হ্যান্ডসেট গুলি দেখতে যেমন সুন্দর তেমনি সাশ্রয়ী।দাম কম হওয়ায় এই হ্যান্ডসেটগুলি প্রতিনিয়ত বেশ জনপ্রিয়তা পাচ্ছে।বিশেষ করে ছাত্র/ছাত্রী এবং স্বল্প আয়ের ব্যাক্তিবর্গ এই সকল চায়না হ্যান্ডসেট ব্যবহারে বেশী আকৃষ্ট হচ্ছেন।এইসকল হ্যান্ডসেট গুলোতে ইন্টারনেট ব্যবহারের ভাল সুবিধা না থাকায় অনেকেই নকিয়ার মত দামী ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করছেন।নকিয়া ফোনের একটি বিশেষ সুবিধা হচ্ছে ডাটা ক্যাবলের সাহায্যে কম্পউটারে নকিয়া পিসি সুইট সফ্টওয়্যার ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করা যায়।চায়না মোবাইলে এই সুবিধা থাকলেও অনেকেই জানেন না বা জানলেও পিসি সুইট না থাকায় এই সুবিধাটি উপভোগ করতে পারছেন না।তাদের জন্যই আমার আজ এই টিউন।
আমি দীর্ঘদিন চায়না মোবাইল ব্যবহার করছি কিন্তু কোন পিসি সুইট খুঁজে পাচ্ছিলাম না।একদিন সিম্ফোনী মোবাইল ফোনের ওয়েব সাইট (www.symphony-mobile.com) ব্রাউজ করতে গিয়ে খুঁজে পাই সিম্ফোনী পিসি সুইট।সাথে সাথে সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করি এবং অবাক হয়ে যাই যখন দেখি আমার চায়না মেক্সিমাস হ্যান্ডসেটটি মডেম হিসেবে ব্যবহার করা যায়।তখন আমি অন্যান্য ব্র্যান্ডের কিছু চায়না মোবাইল ব্যবহার করে দেখি সেগুলোও মডেম হিসেবে ব্যবহার করা যায়।আপনার চায়না মোবাইলটি মডেম হিসেবে ব্যবহার করা যাবে কিনা জানতে মোবাইল ফোনটিকে ডাটা ক্যাবলের সাহায্যে কম্পউটারে কানেক্ট করুন এবং দেখুন মোবাইল স্ক্রীনে COM-FORT লেখা কোন অপশন সো করছে কিনা।যদি করে তবে আপনার হ্যান্ডসেটটি মডেম।শুধু মডেমই নয় কিছু কিছু হ্যান্ডসেটের ক্যামেরা ওয়েব ক্যাম হিসেবেও ব্যবহার করা যায় তবে তার জন্য আপনাকে ওয়েবক্যাম ড্রাইভার সফ্টওয়্যার ব্যবহার করতে হবে।সিম্ফোনীর অফিসিয়াল ওয়েব সাইটে বর্তমানে আপডেটেড পিসি সুইট পাওয়া যাচ্ছে তবে নতুন এই ভার্ষনের পিসি সুইট দিয়ে অন্যান্য সাধারন চায়না হ্যান্ডসেট মডেম হিসেবে কানেক্ট করা যাচ্ছেনা।কিন্তু পুরাতন ভার্ষনটি সব সেটের জন্যই উপযোগী।তাই আপনাদের সুবিধার্তে আমি সফ্টওয়্যারটি আপলোড করে দিলাম।

সিম্ফোনী পিসি সুইট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

যেভাবে ইন্স্টল করবেন :

ডাউনলোড করে ইন্সটল করুন।উইন্ডোজ 7 ইউজারকারীরা ইন্স্টল করার সময় একটি মেসেজ পাবেন সেখানে Install This Driver Software Anyway অপশনটিতে ক্লিক করুন এবং ধাপে ধাপে ইন্স্টল করুন।যদি আপনি 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে vcredist_x64 ফাইলটি ইন্সটল করে নিন এবং সেটআপ করে নিন।

ব্যবহারবিধি :

সেটআপ শেষে ডেস্কটপে SymphonyPcSuite.exe আইকনটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Run as administrator এ ক্লিক করুন (শুধু প্রথম বার)।
এবার আপনার চায়না মোবাইল ফোনটি ডাটা ক্যাবল দিয়ে কম্পউটারের সাথে কানেক্ট করুন।মোবাইলে COM-FORT অপশনটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন।সঠিকভাবে কানেকশন কম্প্লিট হলে পিসি সুইটের উইন্ডোতে মোবাইলের ছবির নিচে সিম্ফোনী লেখা আসবে।
এবার পিসি সুইটের উইন্ডোতে Connect to the internet অপশনটি সিলেক্ট করুন। Next অপশনে ক্লিক করুন।
সব শেষে মোবাইল অপারেটরের নাম সিলেক্ট করুন এবং ইন্টারনেট কানেক্ট করুন।
[বিঃ দ্রঃ আপনি যদি ডুয়েল সিম ব্যবহার করেন অর্থাৎ আপনার মোবাইলটি যদি ডুয়েল সিমের হয় তাহলে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেটি সিম-১ হিসেবে ব্যবহার করুন।সিম-২ দিয়েও ব্যবহার করতে পারেন।সিম-২ দিয়ে ব্যবহার করার জন্য আপনার হ্যান্ডসেটের settings অপশন থেকে UART settings অপশনটি খুঁজে বের করুন এবং সিম-২ সিলেক্ট করে দিন। সিমে অবশ্যই পর্য়াপ্ত পরিমান ব্যালেন্স অথবা ইন্টারনেট প্যাকেজ থাকতে হবে।কানেক্ট করার পূর্বে অবশ্যই যে অপারেটরের সিম ব্যবহার করছেন পিসি সুইটে সেই অপারেটরের নাম সিলেক্ট করে তারপর কানেক্ট করুন।সব মোবাইলে কাজ নাও করতে পারে।]

পোষ্টটি লিখেছেন টিউনার পেইজে - রাজু চৌধুরী  .......সুন্দর পোষ্ট  ধন্যবাদ আপনাকে____

মোমতাজুল হক ( পাপ্পু )

                                                                                                     

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

নিজের ওয়েবসাইটে যোগ করুন ফেসবুক ‘লাইক’ বক্স


বেটিনা ভুলফওয়েব ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন ফেসবুকের লাইক বক্স। চাইলে নিজের ওয়েবসাইটে খুব সহজেই লাইক বক্স যুক্ত করা যায়। এ জন্য ফেসবুকে নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে নিজের আইডিতে লগ-ইন করে ফেসবুকের ডেভেলপার পেজে http://goo.gl/HaIwG যেতে হবে। এবারে ফেসবুক পেজ ইউআরএল-এ www.facebook.com/platform লেখা জায়গার platform অংশ মুছে দিয়ে নিজের কাঙ্ক্ষিত ফেসবুক পেজের আইডি যুক্ত করতে হবে।

এবারে গেট কোড-এ ক্লিক করলে একটি নতুন বক্স আসবে। সেখান থেকে নিজের প্রয়োজনীয় কোডটি কপি করে নিন। এবার নিজের ওয়েবসাইটে লগইন করুন। তারপর লে আউট থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML অথবা Java Script পেজ-এ কোডটি পেস্ট করে সংরক্ষণ করুন। তাহলেই আপনার ওয়েবসাইটে চলে আসবে ফেসবুক লাইক পেজ। এতে ক্লিক করে আপনার ওয়েবসাইট ব্যবহারকারীরা আপনার ফেসবুক ফ্যানপেজে লাইক দিতে পারবে।
এই লাইক বক্সের ক্ষেত্রে আপনি আপনার পছন্দমতো লাইক বক্স নির্ধারণ করে দেবেন ফেসবুকের ডেভেলপার পেজ থেকে। অথবা চাইলে নিজেও নিজের পছন্দমতো লাইক বক্স তৈরি করে ব্যবহার করতে পারেন। এ সেবাটা একেবারেই বিনা মূল্যে পাওয়া যাবে। —ফয়সাল হাসান