This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল

নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। ‘সিস্টেম পিউরিফিকেশন টুল’ নামের সফটওয়্যারের সাহায্যে এক ক্লিকেই অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন। মাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি bit.ly/QRxvhQ ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। এখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all বক্সে টিক চিহ্ন দিন। এরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে তার তালিকা দেখা যাবে

টিপস-ফায়ারফক্সে অ্যাড-অনস

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারনে আমরা হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরাতন ব্রাউজারের কিছু কিছু অ্যাড-অনস নিস্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে অ্যাড-অনসটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন হালনাগাদ করা ফায়ারফক্সে পুরাতন ব্রাউজারের যেকোন অ্যাড-অনস ব্যবহার করা যাবে।

মাদারবোর্ডের ড্রাইভার পাবেন যেখানে

কম্পিউটারে নতুন সেটআপ দেওয়ার প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করার জন্য মাদারবোর্ডের সিডি ইনস্টল দিতে হয়। মাদারবোর্ডের সিডি হারিয়ে গেলে সমস্যায় পড়ে যান অনেকেই। এক্ষেত্রে ইচ্ছে করলে ইন্টারনেট থেকে আপনার মাদারবোর্ডের সঙ্গে মানানসই ড্রাইভার নামিয়ে নিতে পারেন। আপনার মাদারবোর্ডের জন্য প্রয়োজনীয় ড্রাইভার নামিয়ে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো থেকে:
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
http://www.driversdown.com
http://www.soft32.com
http://www.driverfiles.net
http://www.driverskit.com
http://www.nodevice.com
http://www.techspot.com/drivers
http://www.downloadatoz.com/driver

নিয়ন্ত্রন করুন পৃথিবীর অন্য প্রান্তের সিকিউরিটি ক্যামেরা আর দেখুন মজা!!


আমরা অনেক সিসি ক্যামেরা দেখেছি। বিশেষ করে ইংরেজি সিনেমায় প্রচুর দেখেছি। ডাই হার্ড-৪ বা দ্যা টুর্নামেন্ট মুভি যারা দেখেছেন তারা নিশ্চয় দেখেছেন সিসি ক্যামেরা হ্যাক করে কতটা ভয়ংকর কর্মকাণ্ড করা যায়। বিশ্বের অনেক জায়গায় সিসি ক্যামেরার অবাধ ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও হয় কিন্তু খুব বেশি না।
যাই হোক কেমন হয় যদি মুভির ঐ হ্যাকারদের মতো আপনিও সিসি ক্যামেরা হ্যাক করে নিয়ন্ত্রণ করেন? খুব মজা হওয়ার কথা তাই না? ক্যামেরা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুভ করাতে পারছেন। ইচ্ছা করলে জুম করতে পারছেন। আরো কত কি! একবার তো আমি একটা মার্কেটের ক্যামেরায় একটা জিনিস চুরি হতে দেখেছিলাম।
কি কি লাগবে হ্যাক করতে? তেমন কিছুই না। শুধু একটু ভাল নেট স্পিড হলেই হবে। কারণ সিসি ক্যামেরা স্কিন আপনার ব্রাউজারে লোড হতে হবে। তাহলে চলুন শুরু করি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ।
সিসি ক্যামেরা যেভাবে নিয়ন্ত্রণ করবেন:
প্রথমে যান গুগলে। http://www.google.com
তারপর নিচে দেয়া কোডগুলো থেকে যে কোন একটা কোড গুগলে সার্চ করুন।

Upload ছাড়াই File share & Download করুন পৃথিবীর সবচেয়ে ইজি way তে

আসুন কিভাবে করবেন, তা দেখে নেই> প্রথমে এই http://www.justbeamit.com/  এ যান
দেখুন তো একটা ছাতা দেখতে পান কিনা ? ঠিক ছাতা তার গোরায় ক্লিক করেন।
কম্পিউটার থেকে একটা ফাইল ধরে নিয়ে আসুন, আপনাকে একটা লিঙ্ক দিবে শেয়ার করার জন্য। অই লিঙ্ক তা কপি করুন, যাকে আপনি ফাইল তা দিবেন টাকে লিঙ্ক তা সেন্ট করুন/ খেয়াল রাখবেন, আপনার বন্ধু ফাইল তা পেয়ে গেলে আপনার এখানে successful লিখাটা আসবে।
এবার আপনি অই পেজে না থাকলে ও চলবে। ব্যাস কেল্লা খাতাম