ওয়েব ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন ফেসবুকের লাইক বক্স। চাইলে
নিজের ওয়েবসাইটে খুব সহজেই লাইক বক্স যুক্ত করা যায়। এ জন্য ফেসবুকে নিজের
এবারে গেট কোড-এ ক্লিক করলে একটি নতুন বক্স আসবে। সেখান থেকে নিজের প্রয়োজনীয় কোডটি কপি করে নিন। এবার নিজের ওয়েবসাইটে লগইন করুন। তারপর লে আউট থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML অথবা Java Script পেজ-এ কোডটি পেস্ট করে সংরক্ষণ করুন। তাহলেই আপনার ওয়েবসাইটে চলে আসবে ফেসবুক লাইক পেজ। এতে ক্লিক করে আপনার ওয়েবসাইট ব্যবহারকারীরা আপনার ফেসবুক ফ্যানপেজে লাইক দিতে পারবে।
এই লাইক বক্সের ক্ষেত্রে আপনি আপনার পছন্দমতো লাইক বক্স নির্ধারণ করে দেবেন ফেসবুকের ডেভেলপার পেজ থেকে। অথবা চাইলে নিজেও নিজের পছন্দমতো লাইক বক্স তৈরি করে ব্যবহার করতে পারেন। এ সেবাটা একেবারেই বিনা মূল্যে পাওয়া যাবে। —ফয়সাল হাসান





দৈনন্দিন কাজে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য, সংবাদ এবং সংবাদপত্রের লিংক নিয়ে
ইন্টারনেটে চালু হয়েছে একটি ওয়েবসাইট। এতে চাকরি, ভ্রমণ, শেয়ারবাজার,
সরকারি ওয়েবসাইটসহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব লিংক রয়েছে।
ঠিকানা: 




